ভাঙা সড়ক মেরামত করলো বারকোট সমাজ কল্যাণ সংস্থা
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:৫৭,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৯৩৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ-হেতিমগঞ্জ (দেওয়ান সড়ক) সড়কের বড় বড় গর্ত সংস্কার করলো উপর বারকোট সমাজ কল্যাণ সংস্থা। দীর্ঘদিন থেকে রাস্তায় বড় বড় গর্ত হলেও সংস্কারে সংশ্লিষ্টরা কোন উদ্যোগ নেয়নি। এতে সড়ক দিয়ে চলাচলরত যাত্রী, স্কুল-মাদরাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিদের মারাত্মক সমস্যায় পড়তে হতো। এলজিইডির এ সড়কটি অবহেলায় পড়ে থাকায় সংস্কারের উদ্যোগ নেন স্থানীয় যুবসামাজ নিয়ে গঠিত ‘উপর বারকোট সমাজ কল্যাণ সংস্থা’।
সোমবার (৯ সেপ্টেম্বর) সংস্থার ব্যাবস্থাপনায় ও সদস্যদের স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয় রাস্তার বড় বড় গর্ত। সকাল থেকেই সংস্থার সদস্যরা মিলে দীর্ঘদিন থেকে অবহেলায় পড়ে থাকা রাস্তাটি সংস্কার হচ্ছে দেখে যাত্রীরা স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজকে ধন্যবাদ জানান।
এব্যাপারে সংস্থার সদস্যরা জানান, দীর্ঘদিন থেকে উপর বারকোট বড় মসজিদের সামনের রাস্তায় বড় গর্তের কারনে নামাজে আসা মুসল্লী, স্কুল-মাদরাসায় যাতায়াতকারী শিক্ষার্থীসহ যানবাহনের চলাচলে খুব অসুবিধা হচ্ছিলো। অবস্থার গুরুত্ব বিবেচনায় সংস্থাটি রাস্তা সংস্কারে এগিয়ে আসে। সংস্থার উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে সংস্থার সকল সদস্যরা মিলে এই মসজিদের সামনের রাস্তা ঢালাই করে মেরামত করেন।