মহররম উপলক্ষে জুম্মু-কাশ্মীরে অতিরিক্ত সেনা মোতায়েন!
প্রকাশিত হয়েছে : ১২:৫৫:৩১,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ২৬১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান মহররম উপলক্ষে জম্মু এবং কাশ্মীরের বিভিন্ন জায়গায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে।
আগামীকাল সোমাবার (৯ সেপ্টেম্বর) মহররমের জমায়েত থেকে যাতে কোনও বিক্ষোভ ছড়িয়ে না পড়ে তাই নতুন করে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।
মহররমকে কেন্দ্র করে শ্রীনগরের প্রাণকেন্দ্র লালচকে এবং তার সংলগ্ন এলাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়াও সকল চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে।
মহররম উপলক্ষে উপত্যকার অন্যান্য অংশে যে কোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। তবে লোক চলাচলে বাধা দেওয়া হলেও অসুস্থদের ক্ষেত্রে ছাড় দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
কাশ্মীরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।