কারফিউ দিয়ে তালিকা প্রকাশ, আসামের নাগরিত্ব থেকে বাদ ১৯ লাখ!
প্রকাশিত হয়েছে : ৮:৫১:০০,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কারফিউ জারি করে দীর্ঘ প্রক্রিয়া শেষে ভারতের নাগরিকত্বের চূড়ান্ত তালিকা (এনআরসি) প্রকাশ করেছে আসাম রাজ্য। সেখানে আবেদনকারীদের মধ্যে মোট ১৯ লাখ মানুষের নাম তালিকায় ওঠেনি।
নাগরিকপঞ্জি প্রকাশের আগের রাত থেকে আসাম রাজ্যজুড়ে মোতায়েন করা হয় দশ লাখের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনী।
শনিবার (৩১ আগস্ট) সকাল থেকেই জারি করা হয় ১৪৪ ধারা।
এদিকে, এনআরসি প্রকাশের পর বাংলাভাষীদের মধ্যে আতঙ্ক বেড়েছে। রাজ্য সরকার বলছে, এই তালিকায় যাদের নাম আসেনি তারা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। তবে যে প্রক্রিয়ায় আবেদন করার কথা বলা হচ্ছে সেটি বাদ পড়াদের সিংহভাগের পক্ষেই যাচাই করা অসম্ভব। কারণ, এদের বেশিরভাগই অববাহিকায় চরাঞ্চলের বাসিন্দা। আর যে সময়ের মধ্যে আবেদন করার কথা বলা হচ্ছে, সেটি তাদের জন্য পর্যাপ্ত নয়।
এর আগে তালিকার খসড়ায় বাদ পড়েছিলেন ৪০ লক্ষ মানুষ। তারপর আরও ১ লক্ষের বেশি জনের নাম কাটা পড়ে। এনআরসিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি সরকারের। আর পাল্টা অভিযোগ, আসামবাসী মুসলিম বাংলাভাষীদের দেশহীন করে দেওয়ার ছক তৈরি করেছে সরকার।
এনআরসিতে যাদের নাম রয়েছে তারা প্রমাণ করতে পেরেছেন যে ১৯৭১ সালের ২৪শে মার্চের আগে তারা আসামে এসে হাজির হয়েছেন। নাগরিকত্ব প্রমাণের জন্য রাজ্যের সব অধিবাসীকে তাদের জমির দলিল, ভোটার আইডি এবং পাসপোর্টসহ নানা ধরনের প্রমাণপত্র দাখিল করতে হয়েছিল।
কিন্তু বিরোধী দলগুলো এই প্রক্রিয়ার কঠোর নিন্দা জানিয়েছে এবং বলেছে নরেন্দ্র মোদি সরকার বহু পরিবারকে বিচ্ছিন্ন করে দিয়েছে ও লক্ষ লক্ষ মানুষকে রাতারাতি রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত করেছে। বিরোধীদল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী এ নিয়ে আগেই বলেছেন, এই তালিকা মানুষের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতা তৈরি করেছে।