রোহিঙ্গা ইস্যুতে আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৫:৪৩:৫০,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৫৯৯ বার পঠিত
মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতির একটিস্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছানোর জন্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি ঢাকা সফর করবেন।
রেতনো বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মঙ্গলবার বৈঠকে মিলিত হওয়ার জন্য ঢাকা যাচ্ছি।’
এর আগে সোমবার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হওয়ার জন্য মিয়ানমার যাবেন।
অং সান সু চির আহ্বানে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা ইয়াঙ্গুনে এক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে তারা রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। রেতনো জাকার্তায় সংবাদিকদের এ কথা বলেন।
রেতনো বলেন, ‘আশা করছি মিয়ানমার সরকার রাখাইনের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে সবকিছু জানাবে। আর সু চির কাছে থেকে সরাসরি জানাটাই হবে সবচেয়ে উত্তম।’
মন্ত্রী জানান, সোমবারের বৈঠকের পর তিনি ঢাকা সফরে যাবেন। সেখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পরদিন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করবেন।
রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনায় সমালোচনার মুখে পড়েন নোবেলজয়ী অং সান সু চি। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করতে না পারায় এই সমালোচনার মুখে পড়েন তিনি।
প্রসঙ্গত, ২০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নারী ধর্ষণ, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া বহু মানুষকেও হত্যা করা হয়েছে।