আ. ন. ম. শফিকুল হকের মৃত্যুতে জালালাবাদ ফাউন্ডেশন ইউকের শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২:১৪:১২,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫১৫ বার পঠিত
আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ. ন. ম. শফিকুল হক আর নেই। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জালালাবাদ ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দ।
জানা যায়, আ. ন. ম. শফিকুল হক দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। এর আগে তিনি ভারতে গিয়ে লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে এসেছিলেন। তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আ. ন. ম. শফিকুল হক মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জালালাবাদ ফাউন্ডেশন ইউকের সভাপতি দেওয়ান গৌছ সুলতান, সাধারন সম্পাদক আব্দুল বাছির এবং কোষাধ্যক্ষ সরওয়ার হোসেন খান। এছাড়াও আরো সমবেদনা জানিয়েছেন সংগঠনের সদস্য সায়েদ আহমদ সাদ, মোহাম্মদ শামীম আহমদ, আবদুর রহিম শামীম, মিছবা রহমান, বাবুল হোসেইন, নজরুল ইসলাম কামাল, সালেহ আহমদ এবং কামরুল ইসলাম।