একসাথে সিলেটের ৫ থানার ওসি রদবদল!
প্রকাশিত হয়েছে : ১:৩১:৫২,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৮৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের ৫ থানার ওসিকে এক সাথে রদবদল করা হয়েছে। বদলির আদেশ প্রাপ্ত ৫ থানা হচ্ছে বিশ্বনাথ, জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট।
বৃহস্পতিবার (১ আগস্ট) এক আদেশে তাদের বদলি করা হয়। নবনিযুক্ত সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন যোগদানের পর থানা পর্যায়ে এটিই প্রথম রদবদল।
পুলিশ সুপার কার্যালয় সুত্র জানিয়েছে, বিশ্বনাথ থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএমকে কানাইঘাটে, গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিলকে পুলিশ লাইনে, আব্দুল আহাদকে গোয়াইনঘাটে, শ্যামল বণিককে পুলিশ লাইন থেকে জৈন্তাপুরে এবং মো. আবুল নাসেরকে জকিগঞ্জে বদলি করা হয়েছে।