‘ক্লিন জগন্নাথপুর’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:৫৫,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩৯ বার পঠিত
জগন্নাথপুর থেকে সংবাদদাতা:: ‘গ্রাম আমার, শহর আমার, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বও আমার’ এ স্লোগানে সুনামগঞ্জের জগন্নাথপুরের যুব সমাজের উদ্যোগে যাত্রা শুরু করলো ‘ক্লিন জগন্নাথপুর’ নামে সামাজিক সংগঠনের।
বুধবার (৩১জুলাই) পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে সংগঠনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম।
এসময় ‘গ্রাম আমার শহর আমার, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমার’ সকল সদস্যদের এ শপথ বাক্য পাঠ করান ক্লিন জগন্নাথপুরের উদ্যোক্তা মাহি রাজ।
তরুণ সংগঠক রনি রাজের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভ’ঁইয়া, শাহজালাল মহাবিদ্যালয়ের অর্থনীতি প্রভাষক মো. জহিরুল ইসলাম, ইংরেজি প্রভাষক আবু তাহের রানা, সিলেট নাট্য পরিষদের সভাপতি রুমেন আহমদ।
এসময় জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত ঘোপ, উপজেলা ক্রিড়া সংস্থা’র সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভ’ঁইয়া, উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার সাধারন সম্পাদক দীপক কুমার দেব, সিনিয়র সহ-সভাপতি জুয়েল রঞ্জন দাশ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন, সৈয়দ জিতু মিয়া, জগন্নাথপুর থিয়েটারের আহবায়ক নূর আহমদ, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জাবেদ, তৈয়বুর রহমান সিতু, শাহ্ সুবেল মিয়া সহ উপজেলা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ক্লিন জগন্নাথপুর এর মাধ্যমে উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টান, অফিস, রাস্তা-ঘাট, বাজারসহ সকল জনগুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন বসানো ও পরিস্কার পরিচ্ছন্নতার আওতায় আনা হবে বলে বক্তারা বলেন।