পিতা হত্যায় পুত্রের যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:১৯,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৯ | সংবাদটি ২৬৮ বার পঠিত
সুনামগঞ্জ থেকে সংবাদদাতা:: সুনামগঞ্জের ছাতকে পিতা হত্যায় পুত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।
বুধবার (৩১ জুলাই) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ছাতক উপজেলার মঈনপুর গ্রামের সহিদ মিয়ার পুত্র আব্দুর রশিদ।
জানা গেছে, ২০০৯ সালের ২৩ মে জেলার মোরগ বিক্রি করা নিয়ে কথা কাটাকাটির জেরে বাঁশের লাঠি দিয়ে তার পিতা সহিদ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে রশিদ।
আহত অবস্থায় সহিদ মিয়াকে রাতে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছামৎ নুরুন নেচ্ছা ছেলে আব্দুর রশিদকে আসামি করে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ জিয়াউল ইসলাম বলেন, ‘মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট হয়েছেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন বলেন, ‘রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।