গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা শিলা
প্রকাশিত হয়েছে : ১২:০০:৫৫,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৮৪০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মনোনিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা শিলা। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে প্যানেল চেয়ারম্যান মনোনিত করা হয়।
একই প্রজ্ঞাপনে ভাইস চেয়ারম্যান মনসুর আহমদকে প্যানেল চেয়ারম্যান-২ মনোনিত করা হয়।
গত ২৫ জুলাই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের মনোনিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর যুব মহিলা লীগের সভানেত্রী নাজিরা শিলা।
এদিকে, কনাইঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মনোনিত হয়েছেন ভাইস চেয়ারম্যান মো: আব্দুল্লাহ শাকির ও প্যানেল চেয়ারম্যান-২ মনোনিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: খাদিজা বেগম। একই প্রজ্ঞাপনে তাদেরও মনোনিত করা হয়।