ধর্মপ্রতিমন্ত্রীর মরদেহে করোনার হানা, গোপালগঞ্জে জানাযা
প্রকাশিত হয়েছে : ৭:২৪:০৪,অপরাহ্ন ১৪ জুন ২০২০ | সংবাদটি ৪৩৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ`র মরদেহে করোনাভাইরাস ধরা পড়েছে।
ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হুসাইন।
রবিবার (১৪ জুন) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
তিনি আরও জানান, ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।
এর আগে শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।