মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে গেলেন মেয়র!
প্রকাশিত হয়েছে : ৬:২৬:০১,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ১৭১০ বার পঠিত
গাজীপুর থেকে সংবাদদাতা:: মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেয়ার ঘোষণার একদিন পরই নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গাজীপুরের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার পর মুসুল্লিদের জন্য মসজিদও খুলে দেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে তার এই ঘোষণার পরই বিভিন্ন দিক থেকে সমালোচনা আসতে থাকে।
এরপরই বুধবার (২৯ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সে তার বক্তব্য থেকে সরে এসেছেন তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, সরকারের যে সিদ্ধান্ত সেটাই আমার বক্তব্য।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় মেয়র জাহাঙ্গীর আলম বলেছিলেন, ‘গাজীপুর মহানগরীতে মাত্র কয়েকটি এলাকায় করোনাভাইরাস রয়েছে। বাকিগুলো পাশের উপজেলাগুলোতে অবস্থান করছে। যেহেতু গাজীপুরের গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়েছে, তাই এ রমজান মাসে এখন আর মসজিদে অল্পসংখ্যক মুসল্লিদের জন্য সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই। শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবিহর নামাজে মুসল্লিগণ অংশ নিতে পারবেন। এতে সিটি করপোরেশনের কোনো বাধা থাকবে না।’
করোনা সংক্রমণের তৃতীয় ঝুঁকিপূর্ণ এই নগরীতে মসজিদে নামাজের এমন নির্দেশনার বিষয়টি সময় টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়।
শেষ পর্যন্ত (২৯ এপ্রিল) বিকেলে মেয়র তাঁর নিজ ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় সেই নির্দেশনা প্রত্যাহার করে নেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে এবং বিশ্ব স্বাস্থ্যবিধি মেনে যে লকডাউন দিয়েছে সেটা আমরা শতভাগ মেনে চলছি। মসজিদে সীমিত আকারে লোক আসার কথা বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেটা যেন আমরা মেনে চলি।