শরীয়তপুরে ৫দিন ব্যাপী বৃক্ষরোপণ ও ফলদ বৃক্ষমেলা
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:১৫,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৬১৫ বার পঠিত
শরীয়তপুর থেকে সংবাদদাতা:: পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার” ও “শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ” এ শ্লোগানের মধ্য দিয়ে সোমবার (২২ জুলাই) থেকে শরীয়তপুরে ৫ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা-২০১৯ শুরু হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগ যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলা উপলক্ষ্যে সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কাজী আবু তাহের এর নেতৃত্বে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলা স্থলে গিয়ে শেষ হয়। সেখানে ফিতাকেঁটে বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশ্রাসক কাজী আবু তাহের।
মেলার উদ্বোধন পরবর্তী বিভিন্ন স্টল পরিদর্শন ও বৃক্ষরোপণ শেষে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা-২০১৯ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিফাতুল হোসাইন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব রহমান শেখ, সহকারী কমিশনার (ভুমি) জিনিয়া জিন্নাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন। মুলপ্রবন্ধ উপস্থাপন করেন সামাজিক বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ এনামুল হক ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ ঘোষনা করা হয়েছে। তাই ৩০ লাখ শহীদের বাংলাদেশে। তাই এবারের বৃক্ষমেলায় বাংলাদেশ সরকার দেশব্যাপী ৩০ লাখ বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহন করেছেন। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ফলের পুষ্টি নতুন মাত্রার যোগ হবে। আমাদের শহর-গ্রাম সবখানে সবুজ ও ফলদ বৃক্ষরোপণ করে প্রকৃতি সাজাতে হবে। পাশাপাশি ১২ মাস দেশীয় ফল পাওয়া যাবে। দেশে এখন দেশীয় প্রজাতি ফলের বিপ্লব ঘটেছে। ফলমূল এখন সকল মানুষের নাগালে ও সাধ্যের মধ্যে। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলদ বৃক্ষের চারা তুলে দেন প্রধান অতিথি।