শর্ত দিয়ে সালমানের সঙ্গে অভিনয়ে রাজি দীপিকা!
প্রকাশিত হয়েছে : ২:১১:১৪,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫১৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দীপিকা পাড়ুকোন যিনি একজন অভিনেত্রী ও মডেল। সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে, তিনি বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। আপাতত তিনি ব্যস্ত তার আগামী সিনেমা ‘ছপাক’ নিয়ে। চলতি মাসের ১০ তারিখ নাগাদ মুক্তি পাবে এই সিনেমাটি।
কিন্তু বলিউডে একাধিক অভিনেতার সঙ্গে খুব শীঘ্রই নাকি কাজ করতে দেখা যাবে দীপিকাকে। যার মধ্যে উল্লেখযোগ্য নাম হল সালমান খান ও হৃত্বিক রোশন। এর মধ্যে সালমানের সঙ্গে দীপিকার একাধিকবার কাজ হওয়ার কথা থাকলেও সেটি হয়ে ওঠেনি।
কিন্তু সম্প্রতি নিজের জন্মদিনে দীপিকা জানিয়েছেন, ‘আমি সারাজীবনই চাইব সালমানের সঙ্গে কাজ করতে। আমার কোনও দ্বিধাবোধ নেই, কিন্তু আমার একটাই দাবি রয়েছে দু’জনেরই পছন্দসই সিনেমাতে অভিনয় করব আমরা। যেখানে দু’জনের চরিত্রের মাপকাঠি সমান হবে। ’
ভাইজানকে খোঁচা মেরে রণবীর পত্নী বলেন, ‘সালমান খান সারাজীবন একই ধরনের সিনেমাতে অভিনয় করতে অভ্যস্ত, এটা আমরা দেখে এসেছি।
কিন্তু আমি তার রোম্যান্টিক ঘরানা অর্থাৎ হাম দিল দে চুকে সানাম ধরনের সিনেমাতে অভিনয় করতে চাইব। ওই ঘরানাটাই আমার ভালো লাগে, সেই ধরনের চরিত্রেই অভিনয় করব আমি সালমানের বিপরীতে।’
দীপিকা জানিয়েছেন, আমাদের ফ্যানেরা সবসময় নানা কৌতুহলে থাকেন কখন আমাদের একসঙ্গে দেখা যাবে অভিনয় করতে। কিন্তু কবে করব তা জানি না।