আমায় মেরে ফেললেও হাসিমুখে বিনয় দেখাব: আসিফ
প্রকাশিত হয়েছে : ১১:০১:১৮,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১৩৪২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’। নয় ধরনের নয়টি গানের ওপর ভিত্তি করে লেখা হয়েছে এর চিত্রনাট্য। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে পোস্টার।
এদিকে মিউজিক্যাল ফিল্মটির পোস্টার ছিঁড়ে ফেলা ও হুমকি দেয়ার অভিযোগ তুলেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এ বিষয়ে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো—
‘ক্ষমতার মোহে মোহগ্রস্ত ক্ষমতাধরদের আংশিক দাপট এই পোস্টার ছেঁড়া, পাশাপাশি হুমকিদাতা ভাইদের একাংশের ভূমিকার চিত্র এটা। আমার মালিকানাধীন অফিসের নীচতলার পার্কিংয়ে তাদের হেডম শো চলছে। সকালে বাকি পোস্টার ছেঁড়ার হুমকি দিয়েছে। আমি যা কিংবা তা, সর্বজন শ্রদ্ধেয় হাসান ইমাম স্যারও রক্ষা পাননি। আমরা আবারো পোস্টার লাগাব, তারা ক্ষমতার মোহে আক্রান্ত রোগী হিসেবে শুধু ছিঁড়তেই পারবে, এটাই তাদের যোগ্যতা। হয়তো আমাকেও মেরে ফেলবে, এটাও তাদের ক্ষমতার অংশ, এতে আমিও খুশী হবো।
আমি শিল্পী হিসেবে বিনয়ী, তাই মেরে ফেললেও হাসিমুখে বিনয় দেখাব। অভিযোগ করব না। কারণ গহীনের গান জীবনের গল্প বলবে। আর মানুষ চায় শিল্পীরা বিনয়ী থাকুক, মানসম্মান কিংবা প্রাণ মুখ্য বিষয় নয় এখানে। পর্দার ভিতরে বাইরে অনেক ক্লাইমেক্স নিয়ে আসছে গহীনের গান। রাত ২টা ৩৫ মিনিটে আমার অফিসের নীচতলা থেকে তোলা ছবি। ভালোবাসা অবিরাম।’
বাংলাঢোল প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সাদাত হোসাইন। ‘গহীনের গান’-এ আসিফের সহশিল্পীরা হলেন— হাসান ঈমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ।
সিনেমার ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ এবং একটি লিখেছেন পরিচালক নিজে। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।