চলচ্চিত্র পুরস্কারে ভূষিত সুনামগঞ্জের সেজুল সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১০:৩৫:৩৪,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৯ বার পঠিত
সুনামগঞ্জ সংবাদদাতা:: শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত সেজুল হোসেনকে সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য মাসুম হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়ন সহ-সভাপতি বিজন সেন রায়, সহ-সভাপতি রওনক আহমদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, কোষাধক্ষ্য সেলিম আহমেদ তালুকদার, কার্যনির্বাহী সদস্য হিমাদ্রী শেখর ভদ্র, সদস্য কেজি মানব তালুকদার।
সংবর্ধনায় বক্তারা বলেন, হাওরভাটির জেলা সুনামগঞ্জ আবহমান কাল ধরে মরমী সাধকদের পূণ্যভূমি হিসেবে পরিচিতি। এখানকার লোকগান দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বদরবারে স্থান করে নিয়েছে। সেজুল হোসেন সেই ঐতিহ্যের ধারক হিসেবে সুনামগঞ্জের জন্য এই অনন্য সম্মান এনে দিয়েছে। তার প্রতিভা বাংলা সংগীতকে আরো সম্মৃদ্ধ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সংবর্ধনা আয়োজকদের প্রতি কৃজ্ঞতা জানিয়ে গীতিকার সেজুল হোসেন বলেন, সুনামগঞ্জ আমার প্রেরণার উৎস। প্রেসক্লাব আমার শক্তি-সাহসের জায়গা। চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আমাকে সম্মানিত করা হয়েছে। এই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই আয়োজন দেখে আমি বুঝতে পেরেছি আমি কিছু একটা অর্জন করেছি। আগামীতে সংগীতাঙ্গনে আরো কাজ করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।