গোলাপগঞ্জের তুহিন হত্যায় দুই সহপাঠী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১:২২:০৪,অপরাহ্ন ২৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৬০৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের তানভির হোসেন তুহিন হত্যায় জড়িত তাঁর দুই সহপাঠীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- দক্ষিণ সুরমার আলমপুরের আবুল হোসেনের ছেলে কামরুল ইসলাম (১৬) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বারাকান্দি গ্রামের হারুন অর রশিদের ছেলে ফারুক আহমদ হৃদয় (১৫)।
শুক্রবার (২৬ জুলাই) রাতে সিলেট নগরীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৭ জুলাই) তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) মো. মনিরুজ্জামান।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই সকালে আলমপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাপগঞ্জ উপজেলার কোনাচর দক্ষিণভাগ পলিকাপন গ্রামের মানিক মিয়ার পুত্র তানভির হোসেন তুহিনকে পিটিয়ে হত্যা করে তারই সহযোগিরা। তুহিন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার বিষয়ে শিক্ষার্থী ছিল। এ ঘটনায় ১০ জনকে আসামী করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন তুহিনের চাচা।