বাড়লো পাসের হার ও জিপিএ-৫!
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:০১,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ২৯৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-ফাইভ দুটোই বেড়েছে। ১০টি শিক্ষাবোর্ডে পাস করেছে ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-ফাইভ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন।
গতবার ১০ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। সে হিসেবে গতবারের তুলনায় এবার ৭.২৯ শতাংশ বেশি পাস করেছে।
গতবার জিপিএ-ফাইভ পেয়েছিলেন ২৯ হাজার ২৬২ জন। এবার জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৫৮৬ জন। গতবারের তুলনায় এবার এই সংখ্যা ১৮ হাজার ৩২৪ জন বেড়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সব বোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন। তারাও পৃথকভাবে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন।