‘প্রজ্ঞা’ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:৩১,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৫৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জে প্রজ্ঞা মেধামূল্যায়ন প্রতিযোগিতা ২০১৮ এর ১ম ও ২য় ধাপে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১১টায় উপজেলা অডিটোরিয়ামে হলিসিটি এডুকেশন ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে সিলেট জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১ম ধাপে ৭৭জন ও ২য় ধাপে ৪৯জন বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।
এসময় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। তিনি বক্তব্যে বলেন মেধামূল্যায়ন পরীক্ষা শিক্ষার্থীদের মেধা মননশীলতা বিকাশের অন্যতম মাধ্যম। হলিসিটি এডুকেশন ট্রাস্ট শিক্ষার উন্নয়নে ব্যতিক্রমী কিছু কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ট্রাস্টের মাধ্যমে ৭জন শিক্ষার্থী নেপাল ভ্রমণ করেছে। এই ভ্রমন প্রতিযোগী শিক্ষার্থীদের বিকশিত করবে বলে তিনি মনে করেন। তিনি বলেন শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার্জন নয় সকলের সহযোগিতায় বাস্তবমুখী শিক্ষার্জন প্রয়োজন।
অনুষ্ঠানে হলিসিটি এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের সহকারী শিক্ষক রোমান আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাস, ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের সহকারী শিক্ষক ছোটন মালাকার রুহিত, নেপাল ভ্রমনকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবাব হোসেন জিদান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মাহফুজুর রহমান তুহিন। স্বাগত বক্তব্যে হলিসিটি এডুকেশন ট্রাস্টের সেক্রেটারী ও ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা বেগম বলেন প্রজ্ঞা মেধামূল্যায়ন প্রতিযোগিতা ৫টি ধাপে অনুষ্ঠিত হয়।
১ম ও ২য় ধাপের পরীক্ষায় বিজয়ীদের এ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সনদ প্রদান করা হলো। ৩য় ধাপে বিজয়ী শিক্ষার্থীদের ফলাফল শীঘ্রই জানানো হবে। এছাড়াও প্রজ্ঞা মেধামূল্যায়ন প্রতিযোগিতা ২০১৭এর চুড়ান্ত বিজয়ী ৭ জন শিক্ষার্থীদের নিয়ে ট্রাস্ট কর্মকর্তাগণ নেপাল শিক্ষা ভ্রমণে যান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়শনের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, এডুকেশন ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক মিনু বেগম, ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের সিনিয়র শিক্ষিকা স্বপ্না রানী শর্ম্মা, কুলসুমা বেগম, হারুণ বেগম, সহকারী শিক্ষকজ মিতালী রাণী চন্দ, সুমা বেগম, ছামিয়া জান্নাত, তান্নি বেগম প্রমুখ।