প্রাণের অলটাইম বনে মিললো বিষাক্ত সাপ!
প্রকাশিত হয়েছে : ১০:১৩:০৪,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ২০৫১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রাণ কোম্পানির অলটাইম চকো ভেনিলা বন রুটির ভেতর পাওয়া গেলো জীবন্ত বিষাক্ত সাপ। বন কিনে প্যাকেট ছিড়ে খেতে গিয়ে তাজা সাপটি নড়তে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছেন হবিগঞ্জ শহরের সৈয়দ ফরিদ মিয়া।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে হবিগঞ্জ শহরের বাইপাস সড়কের একটি দোকানে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে প্রাণ কোম্পানির ওপ ক্ষুব্ধ হয়েছেন সাধারণ ক্রেতারা।
হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ব্যবসায়ী সৈয়দ ফরিদ মিয়া সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বাইপাস সড়কের জামাল মিয়ার পঙ্খিরাজ স্টোর নামের দোকান থেকে দুটি বন ক্রয় করেন। ওই দোকানে বসেই তিনি ও তার এক বন্ধু বনের প্যাকেট ছিড়ে খেতে শুরু করেন। তিনি কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বনের ভেতর থেকে সাপ প্রজাতির একটি প্রাণী নড়াচড়া করে বেরিয়ে আসে। সেটি দেখে তিনি বমি করে জ্ঞান হারিয়ে ফেলেন।
সেখানে থাকা লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। বর্তমানেও তার কাছে সাপসহ বনটি সংরক্ষিত আছে বলে সৈয়দ ফরিদ মিয়া জানান।
এসময় তার ধারণ করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, প্রাণের অলটাইম চকো ভেনিলা বনের ভেতর থেকে একটি ছোট বিষাক্ত সাপ বেরিয়ে আসছে। যা দেখে যে কেউ আতংকিত হবে। ব্যবসায়ী ফরিদ প্রাণ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ব্যাপারে প্রাণের স্থানীয় ডিলার শ্রীনিবাস দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তা সম্ভব হয়নি।
প্রাণের ব্যবস্থাপক জিয়াউল হকের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।