সিলেট তা’লিমুল কুরআন মাদরাসায় ল্যাংগুজ ক্লাব ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৮:১৭:৪৫,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৬১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ শায়খুল কুররা মাওলানা আকবর আলী (রহ.) প্রতিষ্ঠিত জামিয়া তা’লিমুল কুরআন গোটাটিকর মাদরাসার শিক্ষার্থীদের আরবী, বাংলা, ইংরেজীর উপর দক্ষ করে গড়ে তুলতে ল্যাংগুজ ক্লাব ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) ল্যাংগুজ ক্লাব ও কম্পিউটার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের প্রবীণ ব্যবসায়ী, সিলকো হোমস প্রাভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ তাজুল ইসলাম হাসান।
জামিয়ার মুহতামিম মাওলানা ক্বারি ইমদাদুল হক নোমানীর সভাপতিত্বে ও শিক্ষাসচিব মাওলানা ক্বারি ফয়জুল্লাহ মায়মুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা ক্বারী হাফেজ ইনাম বিন সিদ্দিক, মাওলানা যুবায়ের আহমদ আনোয়ারী, মাওলানা হাফেজ মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আব্দুন নূর, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবুল হুসাইন শরীফ, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাস্টার রুকন উদ্দিন, মাস্টার সাবেরীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ল্যাংগুজ ক্লাব ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য একটি কম্পিউটার প্রদান করেন। সর্বশেষ মাওলানা জুবায়ের আহমদ আনোয়ারীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।