শায়খে বাঘা (রহ.)’র পাশে শায়িত মাওলানা মাহবুব আহমদ
প্রকাশিত হয়েছে : ১২:১২:০১,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৮৭৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের ঐতিহ্যবাহি ইসলামী বিদ্যাপিঠ বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম শায়েখ মাওলানা মাহবুব আহমদের জানাযা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা আড়াইটায় বাঘা মাদরাসা মাঠে শত শত মানুষের অশ্রুসিক্ত নয়নে অনুষ্ঠিত জানাযায় ইমামতি করে মরহুমের ১৮ বছরের একমাত্র পুত্র হাফিজ নাঈম আহমদ। জানাযা শেষে শায়খে বাঘা (রহ.) এর পাশে চিরনিদ্রায় শায়িত হন। জানাযা পুর্বে শায়খের স্মৃতিচারন বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
শায়খ (রহ.) জানাযায় নেমেছিলো হাজারো মানুষের ঢল। শেষবারের মতো একনজর দেখার জন্য দুপুর থেকে ছিলো লম্বা লাইন। প্রচণ্ড গরম উপেক্ষাকরে অনেক দুরদুরান্ত থেকে গাড়িবহরে জানাযায় এসেছেন হাজারো মানুষ।বাঘা মাদ্রাসা মাঠ ছিলো কাঁনায়-কাঁনায় পরিপুর্ন। বাঘা মাদ্রাসার মাঠে জায়গা না থাকায় আশাপাশের রাস্তাঘাট-সুরমা নদীর পারে দাড়িয়ে পড়েন মানুষ।
উল্লেখ্য : শায়েখ মাহবুব আহমদ(রহ.) উপমহাদেশের প্রখ্যাত আলেম খলিফায়ে মাদানি হযরত মাওলানা বশির আহমদ শায়খে বাঘা (রঃ) এর সাহেবজাদা হাফিজ খলিল আহমদ সাহেবের সুযোগ্য সন্তান। তিনি ছিলেন শায়খে বাঘা (রহ.) এর পৌত্রনাতী। দাদা হুজুর (রহ.) এর হাতেগড়া ইলমে নববীর বাগান বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ছিলেন। তাছাড়া তিনি দীর্ঘদিন শাহ সুন্দর মাদ্রাসার মুহতামিম,শায়খে বাঘা বশির আহমদ (রঃ) মাকাতিব শিক্ষা বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন।
তিনি দীর্ঘদিন থেকে কিডনি ও শ্বাসকষ্ট রুগে আক্রান্ত হয়ে নর্থইস্ট মেডিকেল ও শেষে সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত ১১:৩০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।