দাওরায়ে হাদীসের ফলাফল ৩ জুলাই
প্রকাশিত হয়েছে : ১:৫৩:৫৫,অপরাহ্ন ২২ জুন ২০১৯ | সংবাদটি ১২২৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফলাফল আগামী ৩ জুলাই (২৯ শাওয়াল) বুধবার প্রকাশিত হবে।
শনিবার রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসায় সংস্থাটির চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র সদস্য ও সিলেটের গহরপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহুদ্দিন রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৩ জুলাই বুধবার দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও প্রশ্নফাঁসের তদন্ত, চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা পদ্ধতি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল’২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার শিক্ষা সনদের মান ঘোষণার পর আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ এর ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো সম্মিলিত পরীক্ষা অনুষ্ঠিত হলো। তবে জাতীয় সংসদে কওমি শিক্ষা আইন পাশ হওয়ার পর এটাই হাইয়াতুল উলয়ার প্রথম কেন্দ্রীয় পরীক্ষা।