গোলাপগঞ্জ কৈলাশ মাদরাসার সাবেক সুপার জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ
প্রকাশিত হয়েছে : ১:২৬:২৮,অপরাহ্ন ২১ জুন ২০১৯ | সংবাদটি ৮৩৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বড়লেখা ইটাউরী মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল আহাদ খান।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ মাদ্রাসা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন।
বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসা পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে আব্দুল আহাদ খানের নাম ঘোষণা করা হয়।
মাদ্রাসার সামগ্রিক উন্নয়নের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে তাঁর নাম ঘোষণা করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক।
আব্দুল আহাদ খান বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। তিনি ২০০৩ সাল থেকে ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এরপুর্বে তিনি গোলাপগঞ্জ উপজেলার কৈলাশ শাহনুর দাখিল মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন অধ্যক্ষ আব্দুল আহাদ খান।