গাড়ি পাশ কাটানো নিয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত!
প্রকাশিত হয়েছে : ২:৪৯:৪৬,অপরাহ্ন ২০ জুন ২০১৯ | সংবাদটি ৩৪৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সুনামগঞ্জের পাগলায় গাড়ি পাশ কাটানো নিয়ে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহত শিক্ষার্থী উপজেলার রায়পুর গ্রামের মো. বুরহান উদ্দিনের পুত্র শাহানুর মিয়া (১৭)। সে স্থানীয় পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার রায়পুর গ্রামের রাজন মিয়ার মাছের গাড়ি পাগলা বাজারের গলির মুখ থেকে বাসস্ট্যান্ডে তুলতে গেলে কান্দিগাঁও গ্রামের আলী হোসেন বাধা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পাগলা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় স্কুল থেকে ফেরার পথে শাহানুর মিয়া প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়। তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতরা হলেন কান্দিগাঁও গ্রামের মো. হাফিজুর রহমান (৩৫), তানিম আহমদ (৩০), ছালেহ আহমদ (২৫), আলী হোসেন (৩৫), রায়পুর গ্রামের নাসির মিয়া(২২), বুলু মিয়া (৫৪), মোছা. আছমা বেগম (৩৫), আক্তার হোসেন (২০), ছোটন মিয়া (১৬), মো. সোহেল মিয়া (২৫), রিয়াজ উদ্দিন (৫০), আসকর আলী (৩৫), মো. ফরিদ মিয়া (৪৫)।
আহতদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. হারুণ অর রশিদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শাহানুরের লাশের ময়নাতদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতালেন মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. হাসান জকি মিয়া (২২) একজনকে আটক করা হয়েছে।