গোলাপগঞ্জের মীরগঞ্জে তিন মাসব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২:০৫:৩৭,অপরাহ্ন ২০ জুন ২০১৯ | সংবাদটি ৪৬৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে তিন মাসব্যাপী কম্পিউটার, সেলাই ও ভূমি জরিপ প্রশিক্ষণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২০জুন) দুপুরে শাহজালাল ট্রেণিং একাডেমির উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কারিগরি প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখে, যা সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ।
বক্তারা আরো বলেন, বর্তমান বিশ্বকে মোকাবেলা করতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত দেশ প্রতিষ্ঠায় সবার প্রতি আহ্বান জানান তারা।
মীরগঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম। সভাপতিত্ব করেন ট্রেনিং একাডেমির পরিচালক, প্রশিক্ষক শেখ জুয়েল রানা।
.
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন, মীরগঞ্জ আল-হেরা একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজ জামাল, প্রবীণ সমাজকর্মী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান,ইবনে সিনা মীরগঞ্জ শাখা ইনচার্জ নজরুল ইসলাম, শাহজালাল ট্রেনিং একাডেমির সুপারভাইজার মাসুম আহমদ, প্রশিক্ষক জুনায়েদ আহমেদ তালুকদার, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ জাহিদ হাসান।
.
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির প্রশিক্ষক শাহিন আহমদ। শাহজালাল ট্রেনিং একাডেমির পরিচালনায় ৩ মাসব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ শেষে ৬০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ প্রদান করা হয়।