গোলাপগঞ্জে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন একঝাঁক যুবক
প্রকাশিত হয়েছে : ১:১৭:৫৭,অপরাহ্ন ১৫ জুন ২০১৯ | সংবাদটি ৪১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দীর্ঘদিন থেকে অবহেলায় পড়ে আছে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল সালামগাঁ সড়কটি। সংস্কার কাজ না করায় সড়ক দিয়ে প্রায় বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল। অবশেষে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করলেন স্থানীয় একঝাক যুবক।
শুক্রবার বাদ জুমআ’ এলাকাবাসীর সহযোগিতা ও দক্ষিণ দত্তরাইল ইয়ূথ সোসাইটির অনুপ্রেরণায় সড়কের বিভিন্ন অংশ মেরামত করে যান চলাচলের উপযোগী করেন তারা।
উল্লেখ্য, এলজিইডির আওতাধীন সড়কের ৭০০মিটার পাকাকরণ করা হয় ২০০৯ সালের প্রথম দিকে। পরবর্তীতে দীর্ঘ সময় পার হয়ে গেলেও রাস্তাটি সংস্কার না করায় চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি ভারি বৃষ্টিপাতে সড়কে বড় ধরনের গর্তের সৃষ্টি হলে যান চলাচল একবারে বন্ধ হয়ে যায়। গ্রামের একমাত্র রাস্তাটি বেহাল দশায় পরিনত হওয়ায় এলাকার জসগণ ভোগান্তিতে পড়তে হয়। স্বেচ্ছাশ্রমে ওই সড়কে যান চলাচলে উপযোগী করে তোলায় এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ দত্তরাইল ইয়ূথ সোসাইটির সদস্যদের।
দক্ষিণ দত্তরাইল ইয়ূথ সোসাইটির সাবেক সভাপতি রুহুল আমীন জানান, উপজেলার প্রাণকেন্দ্র ঢাকাদক্ষিণের সবচেয়ে কাছের সড়ক হচ্ছে এই দত্তরাইল গ্রামের মধ্য দিয়ে যাওয়া সালাম গাঁ রোড। অথচ এই সড়কের বড় অংশ এখনো কাঁচা রাস্তা। আর যেটুকু পাকা করা হয়েছে তার বেশীর অংশ বেহাল অবস্থা। তারা দ্রুত কাঁচা অংশের পাকাকরণ ও পাকা অংশের সংস্কার কাজের জোর দাবি জানান।