স্বতন্ত্র প্রশ্নে দাওরা হাদিসের পরিক্ষা নেবে এদারা বোর্ড
প্রকাশিত হয়েছে : ২:১১:৩৬,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৯ | সংবাদটি ১৭৩১ বার পঠিত
ইমরান আহমদ:: কওমি মাদরাসার আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর দ্বিতীয়বারের মত দাওরায়ে হাদিসের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় স্বতন্ত্র প্রশ্নে পরিক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সিলেট ভিত্তিক বোর্ড আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ।
বৃহস্পতিবার বোর্ডের জরুরী আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয় বলে জানা গেছে। এ পরিক্ষা শুধুমাত্র আযাদ দ্বীনি এদারা বোর্ডের অন্তর্ভুক্ত দাওরায়ে হাদিসের মাদরাসাগুলোতে চলমান রুটিনেই অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া চলবে দুপুর ১টা পর্যন্ত। শুধুমাত্র শুক্রবারের পরিক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত।
হাইয়াতুল উলইয়া বোর্ডে ইতোমধ্যে অনুষ্ঠিত বোখারি ২য় ও তিরমিজী ১ম খন্ডের পরীক্ষা বহাল থাকবে। শুধুমাত্র বৃহস্পতিবার স্থগিত হওয়া আবু দাউদ শরিফের পরিক্ষা আগামী ১ লা মে বুধবার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রীর স্বীকৃতি দেয়ার পর ২০১৮ সাল থেকে বেফাকুল মাদারিস, আযাদ দ্বীনি এদারাসহ কওমি মাদরাসার সকল বোর্ডের দাওরায়ে হাদিসের পরিক্ষা একই প্রশ্নে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম দুই বছর প্রশ্নপত্র ফাঁসের কোন ঘটনা না ঘটলেও এবার পর পর দুইবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটে।
প্রশ্ন ফাঁসের কারণে এর আগে গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দাওরায়ে হাদিসের পরীক্ষা বাতিল করা হয় ১৩ এপ্রিল। সেদিনই ঘোষণা করা হয় ২৩ এপ্রিল থেকে নতুন করে পরীক্ষা গ্রহণ শুরু হবে, এবং তা চলবে ৩ মে পর্যন্ত। সে অনুযায়ী গত ২৩, ২৪ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে আজ ২৫ এপ্রিল পরীক্ষা স্থগিত করা হল আবারো সেই প্রশ্ন ফাঁসের অভিযোগেই।
এছাড়াও ১৩ এপ্রিল বিশেষ বৈঠকে প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত করতে মুফতী রুহুল আমীনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।
তদন্ত কমিটির সদস্যরা হলেন সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা মাহফুজুল হক।
বৃহস্পতিবারের প্রশ্নফাঁসের ঘটনায় নিজস্ব প্রশ্নে পরিক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেন আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ কর্তৃপক্ষ।