আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ৫:২১:২১,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৯ | সংবাদটি ৪৯০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ।
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিঠু কান্তি দেব পরিচালনায় বিদ্যালয়ের এসএমসি সভাপতি আনোয়ার হুমায়ুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী ইসমতি জাহান, অন্যোন্যদের উপস্থিত ছিলেন শিক্ষক শাহরিয়ার হাসান ও লোপা বেগম।
অনুষ্ঠানে কেক কেটে উপস্থিত সকল ছাএ, ছাত্রী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কেক খাওয়ানো হয়।