আব্দুল মুতলিব-আব্দুল মতিন মেধাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২:৫০:২৪,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৯ | সংবাদটি ৪৬২ বার পঠিত
গোলাপগঞ্জ উপজেলার সমাপনী শিক্ষার্থীদের নিয়ে আব্দুল মুতলিব-আব্দুৃল মতিন মেধাবৃত্তি পরিক্ষা ২০১৮ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে আব্দুল মুতলিব ট্রাস্টের উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের ৬৬ জন শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির বলেন, শিশুদের প্রতিভা বিকাশের জন্য এরকম মেধাবৃত্তি পরিক্ষা অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষাক্ষেত্রে সিলেটের অতীত ইতিহাস রয়েছে। সে ইতিহাস ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান, শিক্ষক, অভিভাবকসহ সকলকে এগিয়ে আসতে হবে। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে কি হবে, বড় হয়ে কি করতে চাও এখন থেকে সে লক্ষ্য টিক করতে হবে। শিক্ষক, পিতা-মাতা এবং বড়দের সম্মান দেখানোর আহবান জানান।
আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীনের সভাপতিত্বে ও আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহবাব হোসেনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সোস্যাল ট্রাস্ট ইউকের উপদেষ্ঠা কাউন্সিলর ড. আব্দুল আজিজ তকি, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদর উপ সম্পাদক মো. ফয়ছল আলম, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাদী, গোলাপগঞ্জ উপজেলা সোস্যাল ট্রাস্ট ইউকের মেম্বারশীপ সেক্রেটারী সালেহ আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা কবির আহমদ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জাহির করিম মাহির কোরআন তেলাওয়াত ও আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু দেব’র স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে ট্রাস্টের মূল লক্ষ্য ও সেবামূলক কর্মকান্ড তুলে ধরেন ট্রাস্টের স্বপ্নদ্রষ্টা আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রবাসী লেখক ও প্রকাশক আনোয়ার শাহজাহান।
বক্তব্য দেন বৃত্তিপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের পক্ষে করগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ্দিন আহমদ, অভিভাবকদের পক্ষ থেকে ব্যবসায়ী নজরুল ইসলাম, যুবনেতা আবু সুফিয়ান আজম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল হাফিজ তকি, আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যন আনোয়ার আলমগীর, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ, সাবেক সেক্রেটারী মাহবুবুর রহমান চৌধুরী, ট্রাস্টের কোষাধ্যক্ষ আনোয়ার মাছুম, ট্রাস্টের সদস্য সাংবাদিক ইমরান আহমদ, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হুমায়ূন, জিবি টেলিভিশনের চেয়ারম্যান বদরুল আলম, সাংবাদিক জাহিদ উদ্দিন, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহরিয়ার হোসেন, লোপা বেগম, ট্রাস্টের সদস্য নাছিমুল হক নাছিমসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।