গোলাপগঞ্জে আছিয়া খাতুন মক্তবে পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০:১২:৪০,অপরাহ্ন ০৪ মে ২০২২ | সংবাদটি ১২১৪ বার পঠিত
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে আছিয়া খাতুন মাদানি মক্তবে মাসব্যাপী দারুল ক্বিরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় মক্তব প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আছিয়া খাতুন মাদানি মক্তবের পরিচালক আলহাজ্জ্ব নুরুল আম্বিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন লক্ষনাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রহিম, জেলা জাতীয় পার্টি নেতা ও সমাজসেবী আনিছুজ্জামান পাপলু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সিলেট জেলা প্রেসক্লাব সদস্য ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাকিব আল মামুন।
ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ বলেন পবিত্র রমজান মাসে ধর্মী কর্মকান্ড পরিচালনা করা একটি মহতী উদ্যোগ। তিনি এধরনের সকল ভাল কাজে সর্বদা সহযোগিতা করে আসছেন। আগামীতেও সহযোগিতা চালিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
আছিয়া খাতুন মাদানি মক্তবের পরিচালক আলহাজ্জ্ব নুরুল আম্বিয়া সভাপতির বক্তব্যে বলে পবিত্র রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। পবিত্র এই মাসে মক্তব্য পরিচালনা ও সমাজের কিছু কাজ করতে পেরে আমি আমি আনন্দিত। আমৃত্যু এধরনের কাজ করতে তিনি সকলের সহযোগিতা চান।
এসময় উপস্থিত ছিলেন ছালিক আহমদ মাষ্টার, ফয়েজ আহমদ, খটই মিয়া, বশির মিয়া, সিতাব আলী, আমির আলী, মুছলেখ উদ্দিন, মতাই মিয়া, রুস্তুম আলী, আছাদ আলী, যুবলীগ নেতা আব্দুল আলীম, মীরগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মারুফ আহমদ, মুহাইমিন আহমদ, ছয়ফুল আলম, হেলাল উদ্দিন, জলাল উদ্দিন, কালাম উদ্দিন, রেহান উদ্দিন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন শেখপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা সুলাইমান আহমদ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।