করোনা কাল।জাহেদ জারিফ।
প্রকাশিত হয়েছে : ১২:৩৮:৫৭,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৭০৬ বার পঠিত
করেনা কাল
জাহেদ জারিফ
এখানে ওখানে লাশের মিছিল,
লাশবাহী মানুষগুলোও নিরাবেগ যন্ত্রমানব।
নেই লাশের উপর কুশল স্পর্ষ,
এমনকি লোক দেখানো শোকের মাতম,
আছে দায়সারা আনুষ্ঠানিকতা,
এভাবেই খসেপড়ে অসহায় মানবজীবন!
জীবিতরাও স্বেচ্ছায় পোষে
দুর্বিষহ অবরুদ্ধ কয়েদী জীবন।
কতো নির্ঘুম রাত এভাবেই কেটে যায়,
সোনালী ভোরের আশায়।
আসেনাতো সে ভোর,কে জানে তা কতো দূর!
তবু আছি এই ভরসায়
কাটবে তিমির,আসবে আলো,
আবারো যাবো দূর অজানায়।
হয়তোবা সে দিন থাকবো না আমি
থাকবে আমার স্বজন করোনা জয়ী হয়ে।