সুলতানপুর মাদরাসার মুহতামিমের জানাযা বাদ জোহর, আঞ্জুমানের শোক
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:০৯,অপরাহ্ন ০১ জুন ২০২০ | সংবাদটি ১০২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট সুলতানপুর মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল হক চৌধুরী আর নেই। রবিবার (৩১ মে) ভোর ৪:৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের নামাযে জানাযা সেমাবার (৩১ মে) বাদ যোহর সুলতানপুর মাদরাসায় অনুষ্ঠিত হবে।
এদিকে, সিলেটের শীর্ষ মহিলা মাদ্রাসা আল জামেয়াতুত তায়্যিবাহ সুলতানপুর গহরপুরের প্রতিষ্ঠাতা মুহতামিম, দরগাহে হযরত শাহজালাল রাহ. জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব, আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ মাওলানা আনোয়ারুল হক চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী শাহ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী।
এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা আনোয়ারুল হক চৌধুরী সিলেট অঞ্চলে মহিলা মাদ্রাসার একজন সফল রূপকার, প্রচারবিমুখ, সুন্নতের পাবন্দ নিরব ওলী, উম্মাহর একনিষ্ঠ নিরহংকার দাঈ এবং সমাজসেবী, প্রতিনিধিত্বশীল, প্রথিতযশা প্রবীণ আলেম ছিলেন। তিনি আমৃত্যু ওয়াজ-নসিহতের মাধ্যমে আপামর জনতার মাঝে দ্বীনের প্রচার-প্রসারে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একাধিক মাদ্রাসার মুহতামিম ও কুরআনের খেদমতের মাধ্যমে কুরআন ও হাদীস শিক্ষায় বিশেষকরে মহিলা অঙ্গনে অনবদ্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে রাব্বুল আলামিনের দরবারে তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকামের জন্য দুয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।