গোয়াইনঘাট জলুরমুখ আর্দশ উচ্চবিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য
প্রকাশিত হয়েছে : ২:০৯:৩৩,অপরাহ্ন ১১ মার্চ ২০২০ | সংবাদটি ৪১৩ বার পঠিত
গোয়াইনঘাট থেকে সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জলুরমুখ আর্দশ উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরীয়ানসহ বিভিন্ন পদে নিয়োগে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগি এলাকবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইউএনও বরাবরে লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, শনিবার (৭ মার্চ) জলুরমুখ আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী লাইব্রেরীয়ান, অফিস সহকারী ও নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ শামিম ও পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী বিভিন্ন পদের প্রার্থীদের সাথে চুক্তি করে টাকা পয়সা নেন। কিন্তু টাকা নেওয়ার পরও ঐ প্রার্থীদের চাকুরী না দিয়ে যে প্রার্থী টাকা বেশী দিয়েছে তারাই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তার চাকুরী পায়।
ভুক্তভোগিরা আরও উল্লেখ করেন, আবেদীত প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা প্রধান শিক্ষক ও সভাপতি ফেরত দেননি।
জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক ফরিদ আহমদ শামিম ও পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী জানান, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
আমরা সরকারি নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষা নিয়েছি। ডিজির প্রতিনিধি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ৫জনের র্বোড’র সমন্নয়ে পরীক্ষা নিয়মতান্ত্রিক পক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে।