‘নতুন প্রজন্ম জীবিকা নির্বাহের চিন্তায় অন্ধকারে ধাবিত হয়’
প্রকাশিত হয়েছে : ১২:৪৩:৩৫,অপরাহ্ন ১০ মার্চ ২০২০ | সংবাদটি ৪৬০ বার পঠিত
গোয়াইনঘাট থেকে সংবাদদাতা:: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আমাদের নতুন প্রজন্ম ভালভাবে গড়ে না ওঠে জীবিকা নির্বাহের চিন্তায় অন্ধকারের দিকে ধাবিত হয়। তারা জীবিকা নির্বাহের চিন্তায় মগ্ন হয়ে নিজেকে ধ্বংস করে ফেলে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নের কচুয়ারপার উচ্চবিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, উন্নত জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই সরকার দক্ষ মানব সম্পদ উন্নয়নে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করে যাচ্ছে।
শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকার সবচেয়ে গুরুত্ব প্রদান করে সুশিক্ষায় শিক্ষিত একটি জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদেকে পড়াশোনার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে।
আমাদের পরবর্তী প্রজন্ম নিজেকে গড়ার পরিবর্তে জীবিকা নির্বাহের চিন্তায় মগ্ন হয়ে নিজেকে ধ্বংস করে ফেলে। জীবিকা নির্বাহের চিন্তা করতে করতে জীবনে নেমে আসে হতাশা এতে করে তারা অন্ধকার জীবনের দিকে ধাবিত হয়। এ থেকে আমাদের সমাজের নতুন প্রজন্মকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে নিজেকে নিয়োজিত করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসানের সভাপতিত্বে ও সিলেট জেলা যুবলীগ নেতা এম,মহিউদ্দিন মহির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল আহমদ, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম,
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম,মুহিবুর রহমান, মোঃ গোলাপ মিয়া,
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কান্ত নাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুীাকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার ইসমাইল আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জৈন উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, সদস্য মোঃ সিরাজ উদ্দিন, মদরিছ শিকদার, নাছির উদ্দিন, নন্দীরগাওঁ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালিক,কোষাধ্যক্ষ মোঃ ফরিদ আহমদ।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। ১ জানুয়ারি একযোগে বই বিতরনের বিষয় উল্লেখ করে তিনি বলেন এটি বর্তমান সরকারের এক অভাবনীয় সাফল্য। পৃথিবীর কোন দেশে একযোগে এত বই দেয়া নজির নেই।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল,বিধান চন্দ, সোহান দে, মিছবাহ আহমদ, মোঃ রাশিদ আলী, মিজানুর রহমান, ইউ/পি সদস্য রহিম উদ্দিন, নিজাম উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরব্বি আলকাছ মিয়া, লারু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা ও সিলেট লকলেজের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সদরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এছাড়াও কচুয়ারপার উচ্চবিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আব্দুল হামিদ প্রমুখ।