হাসপাতাল ছেড়েছেন জুনায়েদ বাবুনগরী
প্রকাশিত হয়েছে : ১০:৩৩:২৪,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৮৪৫ বার পঠিত
হাটাজারী থেকে সংবাদদাতা:: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারি মাদরাসার সহকারি পরিচালক হাফিজ মাওলানা জুনায়েদ বাবুনগরী সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে হাটহাজারী মাদরাসার উদ্দেশ্যে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতাল ত্যাগ করেন।
এরআগে, গত ৮ ফেব্রুয়ারি বিকালে আল্লামা বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।
সেসময় তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থানান্তর করেন।