অবশেষে সহকারী শিক্ষকরা উন্নীত হলেন ১৩তম গ্রেডে!
প্রকাশিত হয়েছে : ১২:৩১:২৫,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৯২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে উন্নীত করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ৭ নভেম্বর অর্থ বিভাগের সম্মতিক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠপর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১৪ থেকে ১৩তম গ্রেডে উন্নীতকরণ করা হলো।
আগে প্রাথমিকের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষরা ১৫তম গ্রেডে বেতন পেতেন।
এর আগে গ্রেড উন্নীত করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিলে তার চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর আনুষ্ঠানিকতা শেষে প্রজ্ঞাপন জারি করলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন ১১তম গ্রেডে উন্নীত করার দাবিতে আন্দোলন করে আসছেন।