গহরপুর মাদরাসার উদ্যোগ: মেলা বন্ধ করে চলছে ওয়াজ
প্রকাশিত হয়েছে : ১১:২৭:৪৩,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫৭৮ বার পঠিত

ঐতিহ্যবাহী গহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু’র উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওর খাল গ্রামে পূর্বঘোষিত দুইদিনব্যাপী মেলা বন্ধ করে ওয়াজ মাহফিলের সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারী) বাদ মাগরিব থেকে ওয়াজ মাহফিল শুরু হয়েছে। চলবে রাত ১২ টা পর্যন্ত। বুধবার (৮ জানুয়ারী) বাদ মাগরিব থেকে সারারাত চলবে ওয়াজ মাহফিল।
জানা গেছে, দক্ষিণ শিওরখাল গ্রামে গান-বাজনা, মদ-জুয়া ও সকল প্রকার অশ্লীলতা বন্ধে ঐক্যবদ্ধবাসী। গ্রামবাসীর সহযোগিতায় মাওলানা মুসলেহ উদ্দিন রাজু এলাকার যুবসমাজকে মেলা ও গাজ বাজনা বন্ধে উদ্বুদ্ধ করে মেলার পরিবর্তে ওয়াজ মাহফিলের প্রস্তাব দেন। এলাকার যুব সমাজ মেলা বন্ধে সহমত পোষণ করে ওয়াজ মাহফিল আয়োজন করেন।
এরআগে, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু শিওরখাল গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে গহরপুর মাদরাসায় এক ‘বিশেষ বৈঠক’ আহবান করেন।
এলাকার মুরব্বি হাজী তাজুল্লাহ’র সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত হয়, দক্ষিণ শিওরখালে কাউকে গান-বাজনা করতে দেওয়া হবেনা। সম্পূর্ণরূপে তা বন্ধ থাকবে। মদ-জুয়া ও সকল প্রকার অশ্লীলতাকে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে।
মেলা বন্ধ করে ৭ ও ৮ জানুয়ারী দক্ষিণ শিওরখাল গ্রামবাসীর উদ্দোগে ২ দিনব্যাপী “ওয়াজ ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হবে। ১ম দিন বাদ মাগরিব থেকে রাত ১২টা পর্যন্ত। ২য় দিন বাদ মাগরিব থেকে ফজর পর্যন্ত চলবে ওয়াজ মাহফিল।
বৈঠকে উপস্থিত ছিলেন, গহরপুর মাদারাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা আব্দুল কাইয়ূম, হাজী তাজুল্লাহ, আয়ূব আলী মেম্বার, সমাজকর্মী তেরা মিয়া, কামাল উদ্দিন মরির, বাবরু মিয়া, মুহাম্মদ সমুদ্দিন, আব্দুর রহমান, আব্দুল মানিক, জালাল উদ্দিন, আব্দুল হাশিম, ফজর আলী, ডা. সুহেল আহমদ, সফুর আলী, সেবুল মিয়া, ফজর আলী, আব্দুল জব্বার, আব্দুল জলিল মখন, ফুরাই উল্লাহ, শুকুর আলী, মকসুদ, হাজী গুলসের আলী, আখল, আকবার, শাহীন, আব্দুস সালাম, সুহেল মিয়া মরির প্রমুখ।