শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সিলেট প্রেসক্লাবের নতুন কমিটি
প্রকাশিত হয়েছে : ২:১৭:৫৫,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪০৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দায়িত্বগ্রহণের পূর্বেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বুধবার (১ জানুয়ারী) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি তারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
এ সময় সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, এম আহমদ আলী ও আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।