মাত্র দু’টি চকলেট ২০ হাজার টাকা!
প্রকাশিত হয়েছে : ২:৫৫:২২,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১৮৮৭ বার পঠিত
ইমরান আহমদ:: সিলেটের গোলপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসায় ২০ হাজার টাকায় বিক্রি হলো এক টাকা দামের দু’টি চকলেট (লজেন্স)। আর একটি আপেল ৬৫ হাজার, দু’টি কমলা ৭০ হাজার ও একটি ডালিম ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। নিলামের এ পণ্যগুলো ক্রয় করেন ৪ জন মাওলানা।
রবিবার (২৯ ডিসেম্বর) মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি মাওলানা সায়্যিদ হাসান মাদানীর উপস্থিতিতে এগুলো নিলামে বিক্রি হয়।
জানা গেছে, মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাসান মাদানী। রাত সাড়ে ১১টার দিকে তিনি বয়ান করছিলেন। এসময় হঠাৎ কানিশাইল ইন্দারপাড় এলাকার তেরা মিয়া নামে একজন এসে দু’টি চকলেট, একটি আপেল, দু’টি কমলা ও একটি ডালিম মঞ্চে দেন। সাথে সাথে তিনি এ গুলা হাতে নিয়ে নিলাম ডাকার জন্য কর্তৃপক্ষকে বলেন। সাথে সাথে কর্তৃপক্ষ নিলাম ডাকলে একে একে সকলে দাম হাকাতে থাকেন। এক পর্যায়ে দু’টি কমলার সর্বশেষ ৬৫ হাজার টাকা দাম হাকান রায়গড় গ্রামের মাওলানা হোসাইন আহমদ, আর একটি আপেলের ৭০ হাজার টাকা দাম হাকান মাওলানা আব্দুল আহাদ। এছাড়া দু’টি চকলেট ২০ হাজার টাকা ও একটি ডালিম ১৫ হাজার টাকা দাম হাকান অপর দুই আলেমও। এনিয়ে গোলাপগঞ্জসহ সবখানে কৌতুহল সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন নবী (স.) বংশের মানুষ মাওলানা হাসান মাদানী। তাই ওনার হাত থেকে এসব পণ্য নেয়া মানেই সৌভাগ্যের ও বরকতময়। আসলে ফলগুলো এতো দামে ক্রয় করা আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য মাদরাসায় দান করা।