ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় বর্ণিল সাজে সেজেছে
প্রকাশিত হয়েছে : ৯:২৪:৪২,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ২০০৬ বার পঠিত
মাহফুজ আহমদ চৌধুরী: গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবকে কেন্দ্র করে ভাদেশ্ববর ইউনিয়ন বর্ণিল সাজে সেজেছে।
আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে দু’দিন ব্যাপী শতবর্ষ পূর্তি উৎসব। ২৫ তারিখ বুধবার উৎসবের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। ২য় দিন ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সমাপনী দিনের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব সুনীল চন্দ্র দাশ জানান, ১৯১৯ সালে ভাদেশ্বর প্রতিষ্ঠা লাভ করে গোলাপগঞ্জ থানার প্রথম হাইস্কুল, ভাদেশ্বর হাইস্কুল। পরবর্তী পর্যায়ে স্কুলের প্রতিষ্ঠাতা তথা বৃহত্তর সিলেটের অন্যতম কৃতি সন্তান, আঠারো শতকে সিলেট অঞ্চলের প্রথম মুসলমান এম এ ডিগ্রীধারি ব্যক্তিত্ব, ব্রিটিশ আমলে কলকাতার এ্যাডিশনাল চীফ প্রেসিডেন্সী ম্যাজিষ্ট্রেট খান বাহাদুর নাছির উদ্দিন চৌধুরীর নামে বিদ্যালয়ের নামকরণ করা হয়, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়। ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক শাখা খোলার পর প্রতিষ্ঠানের নামকরণ করা হয় ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ। গোলাগঞ্জের শিক্ষা আন্দোলনের অন্যতম প্রতিকৃত খান বাহাদুর নাছির উদ্দিন চৌধুরী সরকারি চাকুরী থেকে অবসর গ্রহনের পর অভিভক্ত ভারতের কেন্দ্রীয় আইন সভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এদিকে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবকে সামনে রেখে ইতি মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা-সহ বিশ্বের বিভিন্ন দেশে থেকে ভাদেশ্বরে পৌছতে শুরু করেছেন কয়েক শত প্রাক্তন শিক্ষার্থী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মাছুম চৌধুরীর নেতৃত্বে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। প্রাপ্ত তথ্যে জানাযায়, ইতিমধ্যে বিদ্যালয় মাঠে স্থাপিত হয়েছে বিশাল পেন্ডাল যেখানে এক সাথে চার হাজার মানুষ বসে উৎসব উপভোগ করতে পারবেন। প্রায় অর্ধ কোটি টাকার ব্যয় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন প্রায় আড়াই হাজার প্রাক্তন ছাত্র-ছাত্রী ।
এ বিদ্যালয় জন্ম দিয়েছে অনেক কৃতিসন্তান, যারা দেশে ও বিদেশে ছড়িয়ে আছেন।উল্ল্যেখযোগ্যদের মধ্যে রয়েছেন পাকিস্তান আমলের ঢাকার বিভাগীয় কমিশনার মরহুম গিয়স উদ্দিন আহমদ,সাবেক জাতীয় সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু,প্রাক্তন সচিব মরহুম আনিসুল হক চৌধুরী,অতিরিক্ত সচিব মরহুম মুশিব উদ্দিন চৌধুরী,এয়ার কমোডোর (অব.)আলাউদ্দিন চৌধুরী,প্রখ্যাত কথাসাহিত্যিক মরহুম আহমদ-উজ-জামান প্রমুখ।
শতবর্ষ উদযাপন উপলেক্ষ্য প্রকাশিত হচ্ছে উদযাপন কমিটির পক্ষ থেকে বিশাল কলেবরের স্মারকগ্রন্থ। এছাড়া বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে প্রকাশিত হচ্ছে ম্যাগাজিন, ডায়েরী, মগ সহ বিভিন্ন স্মারক। উপজেলা সদর সহ ভাদেশ্বর ইউনিয়নে নির্মিত হয়েছে অর্ধ শতাধিক প্রচার তুরণ। দু’ দিন ব্যাপী এ উৎসবে বিদ্যালয়ের অনেক প্রাক্তন কৃতিছাত্র-ছাত্রী ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ গ্রহন করবেন প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, সাবেক পি এমজি আতাউর রহমান, প্রাথমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ বিশিষ্ট জন। দু’ দিন ব্যাপী অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় লিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতি সন্ধ্যা এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাটক অনুষ্ঠিত হবে। উৎসব উপলক্ষ্যে গ্রহন করা হয়েছে তিনস্থর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। এতে পুলিশ,আনসার, স্কাউটস স্বেচ্ছা সেবকগন দায়িত্ব পালন করবে।