আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে ঢাকায় প্রেরণ
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:৪৮,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের সর্বজন শ্রদ্ধেও আলেম, শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর অবস্থার অবনতি ঘটলে জরুরী ভিত্তিতে হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সিলেট থেকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে প্রেরণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের পূর্বমুহুর্তে সিলেট আলিয়া মাঠে জড়ো হন সিলেটের সর্বস্তরের আলেম-ওলামা, হুজুরের ছাত্র-শারগিদসহ জনপ্রতিনিধি ও সাধারণ জনতা। এসময় আলেম-ওলামাদের সাথে উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও। তিনি হুজুরের সুস্থতা কামনা করে দেশ-বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, বুধবার (২৫ সেপ্টেম্বর) সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গায় সারাদিন বুখারী শরীফের দারস দেন। রাতে হঠাৎ শরীরে অসুস্থতাবোধ করলে পৌনে ২ টার দিকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে অবস্থা আশঙ্কাজনক থাকায় আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলে সিসিইউতে স্থানান্তর করা হয়।
আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা হবিগঞ্জের মুহতামিম ও শায়খুল হাদীস। তিনি একজন মোফাসিসরে কোরআন। পাশাপাশি একজন রাজনীতিবিদও।