বরিশাল জিবি বিশ্ববিদ্যালয়ে নবীনবরন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:৫৯,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৫৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বরিশাল গ্লুবাল ভিলেজ (জিবি) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃ্হস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ নবীনবরন অনুষ্ঠান।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. শফি আহমদের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. ইমরান চৌধুরি বলেন, প্রতিযোগিতার বিশ্বে কর্মমুখি দক্ষতা নির্ভর শিক্ষার বিকল্পনেই। তিনি সকল শিক্ষার্থীকে বিশ্ববাজারে প্রাতিযোগিতায় টিকে থাকতে
UGV প্রনীত CBET & A প্রগ্রামে অনংশ গ্রহণ করে নিজেদের দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার আহবান জানান।
কুরান তরজমার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের প্রভাষক ওয়াহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের সিনিয়র ও নবাগত শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে কেক কেটে নবাগতদের বরন করা হয়।