মঙ্গলবার থেকে বন্ধ হচ্ছে শাবি
প্রকাশিত হয়েছে : ১১:১৫:১৭,অপরাহ্ন ০৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩২৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পবিত্র ঈদুল আযহা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) আগামী শনিবার (১৭ আগস্ট) পর্যন্ত সকল কার্যক্রম ও হল বন্ধ থাকবে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আবাসিক হল ত্যাগ করতে শিক্ষার্থীদের নোটিশ দেয়া হয়েছে। রোববার রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ৬ আগস্ট থেকে সকল অফিসিয়াল কার্যক্রম ও আবাসিক হল বন্ধ থাকবে। ছুটি চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। এদিকে ১৭ আগস্ট সকাল ৯টা থেকে আবাসিক শিক্ষার্থীরা আবার হলে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে। এছাড়া, আগামী ১৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম পুনরায় শুরু হবে।