সিলেটের ৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
প্রকাশিত হয়েছে : ১০:২৪:৩১,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পাঁচ শিক্ষার্থী। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য তারা মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
তিনি জানান, কৃতিত্বপূর্ণ ফলাফল করায় প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিভিন্ন অনুষদের পাঁচ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফলের (সিজিপিএ) ভিত্তিতে ছয় অনুষদের পাঁচ শিক্ষার্থীকে এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেয়া হবে।
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের কাজী ফাইজুল আজিম, মৎসবিজ্ঞান অনুষদের খুশনুদ তাবাচ্ছুম, কৃষি অনুষদের ইসরাত জাহান ইমা, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শামিমা শাম্মী, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী দেবাশীষ শর্মা।