আইসিসি থেকে বহিস্কার জিম্বাবু!
প্রকাশিত হয়েছে : ১:১২:৪১,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯ | সংবাদটি ১০৬৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নির্দেশনার পরও সরকারি হস্তক্ষেপ বিহীন ক্রিকেট বোর্ড নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় জিম্বাবুয়ে ক্রিকেটকে বহিষ্কার করেছে আইসিসি। লন্ডনে আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আইসিসি জিম্বাবুয়ে ক্রিকেটকে স্বাধীন ও গণতান্ত্রিক ভাবে ক্রিকেট বোর্ডের নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছিলো। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড তা সম্পন্ন করতে পারে নি। যার ফলে আইসিসি এমন সিদ্ধান্ত গ্রহণ করে। বহিষ্কারের পাশাপাশি এই ক্রিকেট বোর্ডকে আর্থিক সহযোগিতা প্রদানও বন্ধ করে দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আইসিসির কোনও ইভেন্টে অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ হবে। সেই সঙ্গে অক্টোবরে পুরুষদের টি-টুয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার নিয়েও বিপদে পড়লো জিম্বাবুয়ে।
আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘সদস্য পদ বাতিলের ব্যাপারটিকে আমরা হালকা ভাবে নিচ্ছি না। আমরা খেলাধুলাকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে চাই। জিম্বাবুয়েতে যা ঘটেছে তা আইসিসির সংবিধানের গুরুতর লঙ্ঘন এবং আমরা এটি মানতে পারব না। আইসিসি চায় জিম্বাবুয়ের ক্রিকেট আগের জায়গায় ফিরুক। এবং সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আমাদের নিয়ম মেনে চলতে হবে।
উল্লেখ্য, প্রতি বছর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে ৯মিলিয়ন ডলার পেলেও দুর্নীতির কারণে এখনও অন্ধকারেই রয়েছে জিম্বাবু ক্রিকেট দল।