‘আল্লাহ’ আমাদের পাশে ছিলেন: মরগান
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:২৭,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৩৭৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: তিনবার ব্যর্থ হওয়ার পর চতুর্থবার ‘শিরোপা’ তুলে নিলো ইংলিশরা। ক্রিকেটের জনক ইংল্যান্ড এবারই প্রথম বিশ্বকাপ ট্রফি পেলো। ‘এই জয়ে আল্লাহ ইংলিশদের পাশে ছিলে’, এমনটা বললেন ইংল্যান্ড অধিনয়ক এউইন মরগান। বিশ্বকাপের দ্বাদশ ও নিজেদের প্রথম শিরোপা জয়ের পর মরগান বলেন, ‘আমি আদিল রশিদের সঙ্গে কথা বলছিলাম। সে আমাকে বললো, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে আছেন। আসলে এটাই ইংল্যান্ড। নানা ধর্ম বর্ণ, বিভিন্ন সংস্কৃতি সব মিলিয়েই আমাদের দল।’
রোববার (১৪জুলাই) লর্ডসে রোমাঞ্চের রেনু ছড়িয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে।