সিলেটের ১৩ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার!
প্রকাশিত হয়েছে : ১২:২৪:০৩,অপরাহ্ন ০৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৪৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের ১৩ জনসহ সারাদেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতা। নানা সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পুনরায় দলে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
সোমবার (৮ জুলাই) রাতে দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ওই নেতাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বহিষ্কারাদেশ ফিরিয়ে নেয়া সিলেট জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা হলেন:
সিলেট জেলা বিএনপি:
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুল হক খোকন, সাবেক উপদেষ্টা এডভোকেট মাওলানা রশীদ আহমদ ও মাজহারুল ইসলাম ডালিম, সাবেক সদস্য আহমেদ নুর উদ্দিন ও অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব।
উপজেলা বিএনপি:
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন ও সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা মো. মিছবাহ উদ্দিন।
মহিলা দল:
জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি বেগম স্বপ্না শাহীন, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ফেরদৌসী ইকবাল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, বিশ্বনাথ উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক নুরুন্নাহার ইয়াসমিন।
ছাত্রদল:
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল।
এছাড়া দেশের অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দের মধ্যে– আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি; শামীমা আক্তার, সাবেক সদস্য-সরাইল উপজেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা; আব্দুল আলিম খান মনোয়ার, সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল, মানিকগঞ্জ; মো. নুরুজ্জামান লস্কর (তপু), সাবেক যুগ্ম সম্পাদক, সরাইল উপজেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা; খন্দকার লিয়াকত হোসেন, সাবেক সদস্য, ঘিওর উপজেলা বিএনপি, মানিকগঞ্জ জেলা; সেলিম পারভেজ, সাবেক যুগ্ম সম্পাদক, আশুগঞ্জ উপজেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা, মো. ছাদেক হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি; মো. ফরহানুল হক, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, নীলফামারী জেলা; মো. ছাদরুল আমিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, নিয়ামতপুর উপজেলা বিএনপি, নওগাঁ জেলা; আনিসুল হক, সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপি; মো. শাহজাহান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপি, কুষ্টিয়া জেলা; আনোয়ার আজিম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপি কুষ্টিয়া জেলা, মোছা. ইন্দোনেশিয়া, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপি, কুষ্টিয়া জেলা; মো. গোলাম রাব্বানী, সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য বিএনপি, শহীদুল ইসলাম বাচ্চু, সাবেক সহ-সভাপতি, নাটোর জেলা বিএনপি।