‘আমি আমাদের ছেলেদের প্রশংসা করছি’
প্রকাশিত হয়েছে : ১:৫৮:৫২,অপরাহ্ন ০৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৬৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্বকাপে বাংলাদেশ দশ দলের মধ্যে শেষ পর্যন্ত হয়েছে অষ্টম। এ নিয়েই সমর্থকদের মধ্যে হতাশা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসের ভরাট অংশের দিকেই তাকাতে বলছেন। বাংলাদেশ দল সেমিফাইনালে যেতে না পারলেও সামগ্রিক পারফরম্যান্সে তিনি খুশি।
সোমবার বিকেলে গণভবনে চীন সফর শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ছেলেরা অত্যন্ত ভালো খেলেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের খেলা চলাকালিন আমি চীনে ছিলাম। তবে আমি সেখানে বসেও খেলা দেখেছি। আমার জন্য খেলা দেখার সব ব্যবস্থা করা হয়েছিল। আমি যেমন অফিসিয়াল কাজও করেছি, খেলাও দেখেছি। হয়ত এক পার্ট দেখেছি, অন্য পার্ট দেখিনি। আমাদের ছেলেদের যে আত্মবিশ্বাস দেখেছি, সেটা প্রশংসাযোগ্য।’
তিনি বলেন, ‘বিশ্বকাপে এতগুলো দেশ খেলল। কিন্তু চারটি টিম সেমিফাইনালে গেল। তার মানে কী বাকি সবগুলো দলই খারাপ খেলেছে? আমার ছেলেদেরকে কেউ খারাপ বলতে পারবেন না।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের খেলায় যথেষ্ট উন্নতি করেছে। বিশ্বের নামি দামি দলের সঙ্গে খেলা কিন্তু কম কথা না। বিশ্বকাপে বাংলাদেশ টিমের পারফরম্যান্স অনেক চমৎকার ছিল। আমাদের সাকিব বিশ্বে একটা স্থান করে নিয়েছে, মোস্তাফিজ একটা স্থান করে নিয়েছে।’
প্রধানমন্ত্রী ক্রিকেট টিমের প্রশংসা করে বলেন, ‘আমি আমাদের ছেলেদের প্রশংসা করছি। কারণ, তারা যেভাবে সাহসের সাথে সব বড় বড় দলের সঙ্গে খেলেছে। আমি মনে করি খেলা এমন একটা জিনিস, এখানে সবসময় ভাগ্য লাগে।