শেষটা ভালো করতে চায় বাংলাদেশ!
প্রকাশিত হয়েছে : ১০:৩১:০৯,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৩২৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের বিপক্ষে ২৮ রানের হার বাংলাদেশের আফসোস বাড়িয়েছে। সুযোগ পেয়েও তা কাজে লাগানো যায়নি। তামিম ইকবালের সহজ সুযোগ হাতছাড়া করা এবং ব্যাটসম্যানরা বড় জুটি গড়তে না পারাতেই হারতে হয়েছে।
ভারতের সঙ্গে হারের পরই বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায়। এখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। যেটি হবে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। একই অবস্থা পাকিস্তানেরও। এই ম্যাচটি তাদের এত বড় ব্যবধানে জিততে হবে যে যেটি প্রায় অসম্ভব।
তবে বাংলাদেশ দল শেষটা ভালো করে দেশে ফিরতে চায়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততে পয়েন্ট টেবিলের পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করার আশা বাংলাদেশের।
শেষ ম্যাচ খেলতে বুধবার দুপুরে বার্মিংহাম থেকে লন্ডনে রওনা হয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। টিম বাসে ওঠার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
তিনি বলেন,‘ অবশ্যই আমরা সবাই খুব হতাশ। অনেক স্বপ্ন নিয়ে আমরা এসেছিলাম। ছিটকে পড়ে সবার মন খারাপ। এরপরও আমাদের সামনে তাকাতে হবে। শেষ ভালো যার, সব ভালো তার, এটা কথায় আছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমরা জয়ের জন্যই নামব। জিততে পারলে অন্তত খুশি মনে শেষ করতে পারব।’
বিশ্বকাপে বিবর্ণ পারফরম্যান্সে যারপনারই হতাশ মাশরাফি। বার্মিংহাম ছেড়ে যাওয়ার আগে মাশরাফি বললেন,‘ টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো খেলেছি। তবে ছোট ছোট কিছু জিনিস ঠিক করতে পারিনি বলে ছিটকে পড়েছি। হতাশাটা সেখানেই যে আমাদের হাতে যা ছিল, সবটুকু আমরা করতে পারিনি। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচে যেমন, তেমনি আগের হেরে যাওয়া ম্যাচগুলোতেও কিছু দিক একটু-এদিক সেদিক হলে, কয়েকটি মুহূর্ত নিজেদের পক্ষে নিতে পারলে আমরা জিততাম। হয়ত আজ সেমিতে থাকতাম। টুর্নামেন্টের নিয়মে তবু আরেকটি ম্যাচ খেলতে হবে। পঞ্চম স্থানে থেকে শেষ করতে পারলে সেটা কত বড় প্রাপ্তি হবে জানি না। তবে প্রতিটি ম্যাচ আমরা জয়ের জন্য নামি, এই ম্যাচেও সেটি চাইব।’
পাকিস্তানের বিপক্ষে শেষটা জয়েই শেষ করতে চান হেড কোচ স্টিভ রোডস,‘ শুক্রবার পাকিস্তানের ম্যাচের জন্য আমি মুখিয়ে আছি। এশিয়া কাপে আমরা ওদেরকে হারিয়েছি। ওরা অবশ্যই চাইবে এবার অন্যরকম কিছু করতে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে আমরা দেখিয়েছি, আমাদেরকে হারানো সহজ হবে না। আমাদের কাজও সহজ হবে না। গত কয়েকটি ম্যাচে তারা ফর্ম ফিরে পেয়েছে। তবে আমরা আত্মবিশ্বাসী। আগের ম্যাচগুলোর আক্ষেপ আমরা পাকিস্তান ম্যাচে রাখতে চাই না। আশা করি ছেলেরা পেশাদারিত্ব নিয়ে মাঠে নামবে এবং কঠিন লড়াই করবে। পাকিস্তানের বিপক্ষে পয়েন্ট পেতে মরিয়া থাকব আমরা।’
পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যানও বাংলাদেশের হয়ে কথা বলছে। সবশেষ চারটি ম্যাচের সবগুলোই জিতেছে বাংলাদেশ। তাই এই ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে মাশরাফির দল।