পালন হয়নি কেন্দ্রীয় কর্মসূচী: পুলিশ ঘেরাও কার্যালয়
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৩৭,অপরাহ্ন ০৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৩২ বার পঠিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, জুনাইদ কবির:: সাম্পতিক সময়ে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করার নির্দেশনা থাকলেও তা পালন হয়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে।
মঙ্গলবার সকাল থেকেই কর্তব্যরত পুলিশ সদস্যরা ছাড়া প্রায় জনমানব শূণ্য দেখা যায় দলটির জেলা কার্যালয়। এছাড়াও কর্মসূচীর কোন ব্যানার ফেস্টুনও চেখে পড়েনি দলীয় কার্যালয়ের ভেতরে এবং বাহিরেও।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান জানান, সোমবার রাত থেকেইে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের কর্মসূচী পালন করতে নিষেধ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় আমাদের দলীয় কার্যালয়ের সামনে। দু-এক জন নেতা কর্মী এলেও পুলিশের ভয়ে আসেনি অন্যরা।
আনুষ্ঠানিক ব্যানার না থাকার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে এড়িয়ে চলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান।
জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মামুনুর রশিদ জানান, কেন্দ্রীয় ঘোষিত কোন প্রোগ্রাম বা কর্মসূচী মঙ্গলবার ছিলো কিনা তা আমাকে জানানো হয়নি।